ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইসিইউতে ভারতীয় অভিনেত্রী তনুজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৯ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ০৯:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বয়সজনিত কারণে স্বাস্থ্যের অবনতি ঘটেছে ভারতীয় বর্ষীয়ান অভিনেত্রী তনুজার। অভিনেত্রী হিসেবেই নয়, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের মা হিসেবেও তিনি প্রশংসা কুরিয়েছেন। তবে এই মূহুর্তে তার স্বাস্থ্য নিয়ে সকলেই বেশ চিন্তিত। রেববার মুম্বাই জুহুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছে বলে জানতে পারা যাচ্ছে।

৮০ বছর বয়সী এই অভিনেত্রী, শুধুমাত্র টলিউড নয় বলিউডেও দাপিয়ে অভিনয় করেছেন তিনি। ‘হাতি মেরে সাথি’ থেকে শুরু করে ‘দেয়া নেয়া’, তার অভিনয় সকলকে বাকরুদ্ধ করেছে। তাছাড়াও ‘রাজকুমারী’, ‘মাসুম’, ‘তিন ভূবনের পারে’, ‘লাল কোঠি’-র মতো একাধিক জনপ্রিয় ছবি আছে তার ঝুলিতে।

বয়সজনিত কারণ জানতে পারা গেলেও আসলে তাঁর ঠিক কী সমস্যা দেখা দিয়েছে সেই নিয়ে এখনও অবধি কোনও রকম খবর পাওয়া যায়নি। অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হয় কন্যা কাজল এবং তার জামাই অজয় দেবগণ। ছোট কন্যা তানিশাও মায়ের স্বাস্থ্যের কথা ভেবে বেশ চিন্তিত। তবে প্রাথমিক চিকিৎসার পরেই বিপদ অনেকটা কাটিয়ে উঠেছেন তনুজা, তাই চিন্তার কিছুই নেই বলে জানায় চিকিৎসকরা।

সূত্র: জি নিউজ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি